গান: পরিবেশ যাই থাক ভালো কি বা মন্দ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
পরিবেশ যাই থাক ভালো কি বা মন্দ
তোমার কাজের গতির ধারায়
আসুক আরো ছন্দ ॥
নদী বয়ে যায় আপন বেগে
নিজের কাজেই সে নিয়ত জেগে
অথচ তারই দ্বার দুই তীরে ভরে দেয়
নানান ফুলের গন্ধ ॥
পথ হারাবার ভয় নেই বলাকার
আকাশের নীল জুড়ে পথরেখা তার।
চলার পথে থামে না সাহসী
শত বাধা পার হয় বাজিয়ে বাঁশি
সামনেই চোখ তার বাধাহীন চলে সে
ভুলে দ্বিধাদ্বন্দ্ব ॥