গান: যে মাটি থেকে প্রভু তুমি | Je Mati Theke Provu Tumi
কথা: হুমাইরা ইসলাম
সুর: শফিক আদনান


যে মাটি থেকে প্রভু তুমি
করেছো সৃজন
সেই মাটির উপর রাখছো আমায়
কত যতনে
সেই মাটির নিচে আবার তুমি
রাখবা ক্যামনে ॥

আলো নিয়ে যাবে গহীন অন্ধকারে
মায়ার এই দিন ছেড়ে
থাকবো তাতে পড়ে
সেদিন এ ব্যথাতে কাঁদবে আমার
শত আপন জন
তবু আপন আর কেউ রবে না
তুমি বিহনে ॥

খালি হাতে এসেছি
তোমারি দরবারে প্রভু
দয়াময় নামটি দিয়ে
ক্ষমা করো আমারে
সেদিন কেউ রবে না পাশে আমার
রবে কেবল তুমি
শুধু জীবন থাকতে এটাই যেন
রাখি স্মরণে ॥

#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *