গান: কত রং তুলি আর সুরভি মেখে
কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু
কত রং তুলি আর সুরভি মেখে
গড়লে এ ধরা তুমি
ঘুরে গিরি বন কুসুম কানন
কত শোভা দেখেছি আমি ॥
ঐ আকাশ সাগরে কথা কয়
খোদা তোমারই ইশারায়
বনে ফুল ফুটিয়ে হাসে
ভ্রমর সুখি তারে চুমি ॥
পাহাড় চেয়ে আছে দু’হাত বাড়িয়ে
নীলিমার নীল দেখে বেহুঁশে
বললো ডেকে ডেকে ওহে নহর
এত রূপ দিল তোরে কেবা সে।
ঐ মাঠের সবুজ বনানীতে
পাখিরা সুখি সেই গীতে
আমি বিভোর হয়ে ভাবি
কত কাছে অন্তর্যামী ॥