তুমি রহমান তুমি মেহেরবান
গান: তুমি রহমান তুমি মেহেরবানকথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান তুমি রহমান তুমি মেহেরবানঅন্ধ গাহে না শুধু তোমারি গুনগানবুঝেও বুঝে না তব শান ॥ জনম জনম যদি গাহিতোমারই মহিমা গাওয়াশেষ হবে নাহিভরেও ভরে না যেনসাহারা এ প্রাণ ॥ তোমারই করুণা ঘেরা সারা দুনিয়াসে কথা ভাবে না শুধু বধির হিয়া ॥ অশেষ অসীম অনুপমহৃদয় সুষমা তুমিতুমি …